ব্রেকিং নিউজ
খুলনার পাইকগাছায় বিশ্ব "মা "দিবস পালিত হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পাবনার শ্রীধরকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ সিটি ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত , সনদ পেলেন ৯৫৯২ শিক্ষার্থী ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে ৫ বছরের কারাদণ্ড পুনর্গঠিত সেন্সর বোর্ডে নতুন কমিটিতে জায়গা পেলেন একঝাঁক তারকা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯/২/২০২৪, ৩:২২:৫৯ PM

পবিত্র জুমাবার দিন দোয়া কবুলের সময়

জুমাবার মুসলমানদের জন্য পবিত্র একটি দিন। হাদিসে দিনটিকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। দিনটিতে এমন কিছু মুহূর্ত রয়েছে, যখন আল্লাহর কাছে যেকোনো দোয়া কবুল হয়। অনেকের মতে, মুহূর্তটি হলো- দুই খুতবার মাঝের সময়। এ সময় দোয়া করলে কবুল হবে বলে আশা করা যায়।

জুমাবার মুসলমানদের জন্য পবিত্র একটি দিন। হাদিসে দিনটিকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। দিনটিতে এমন কিছু মুহূর্ত রয়েছে, যখন আল্লাহর কাছে যেকোনো দোয়া কবুল হয়। অনেকের মতে, মুহূর্তটি হলো- দুই খুতবার মাঝের সময়। এ সময় দোয়া করলে কবুল হবে বলে আশা করা যায়।

এ বিষয়ে রাসুল সা. বলেছেন,


فِيهِ سَاعَةٌ لا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّى يَسْأَلُ اللهَ شَيْئًا إِلا أَعْطَاهُ إِيَّاهُ

অর্থ : জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, তা হলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। (সহিহ বুখারি, ৯৩৫)

অনেক আলেম বলেছেন, জুমার দিন দোয়া কবুলের সময় হলো- জুমার নামাজের সময় ইমামের বের হওয়া অর্থাৎ খুতবা শুরু করা থেকে নামায শেষ হওয়া পর্যন্ত। তাদের দলিল হলো-

হজরত আবু বুরদা ইবনে আবু মূসা আশআরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমাকে আবদুল্লাহ ইবনে উমর (রা.) জিজ্ঞাসা করলেন, তোমার পিতাকে জুমুআর দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করতে শুনেছ? আমি বললাম, হ্যাঁ। আমি তাকে বলতে শুনেছি যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন সেই বিশেষ মুহূর্তটি হলো- ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়টুকু। (সহিহ মুসলিম, ১৮৪৮)